UNCOPUOS - United Nations Committee on the Peaceful Uses of Outer Space in -Bengali

UNCOPUOS- United Nations Committee on the Peaceful Uses of Outer Space


United Nations Committee on the Peaceful Uses of Outer Space - MCQ hunter

         UNCOPUOS  পুরাে কথাটি হল United Nations Committee on the Peaceful Uses of Outer Space (ইউনাইটেড নেশনস কমিটি অন দ্যা পিসফুল ইউজেস অফ আউটার স্পেস) বা সােজা কথায় বহির্বিশ্বের ( মহাকাশ ) শান্তিপূর্ণ ব্যবহার । রাশিয়া স্পুটনিক মহাকাশযান উৎক্ষেপন করার পর পরই ১৯৫৮ সালে এই সংস্থার জন্ম । বর্তমানে এই সংস্থার সদস্য দেশের সংখ্যা ৬৭, যার মধ্যে ভারতও আছে । মহাকাশ গবেষনার প্রারম্ভিক পর্বে রাশিয়া ও আমেরিকার পারস্পরিক রেষারেষি ( যা পরে শীতযুদ্ধের সূচনা করে ) এক অসম্ভব গোঁয়ার্তুমির পর্যায়ে পৌঁছে যায় । এই সব সামলানাের জন্য হস্তক্ষেপ করে রাষ্ট্রপুঞ্জ যার সাহায্যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে মানবতার কথা খেয়াল রাখার প্রয়ােজনীয়তা বােঝানাে যায় । এই কমিটির দুটি সাব কমিটি আছে (সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল, লিগ্যাল) যার মূলত পাঁচটি চুক্তির সম্পাদনে নজর রাখে । এগুলি হল— 

       ১। আউটার স্পেস ট্রিটি — চাঁদ ও অন্যান্য মহাজাগতিক স্থানে মানুষের কার্যকলাপের ওপর নজর রাখা । 

       ২। রেসকিউ এগ্রিমেন্ট –মহাকাশে পাঠানাে মহাকাশচারীদের নিরাপত্তা ।

       ৩। লায়াবিলিটি কনভেনশন — মহাজাগতির কোনও বস্তু দ্বারা পৃথিবীর ক্ষতিসাধনের সম্ভাবনা সম্পর্কিত ।

       ৪। রেজিস্ট্রেশন কনভেনশন — মহাকাশে পাঠানাে যে কোনও দেশের মহাকাশযানের রেজিস্ট্রেশন ।

       ৫। মুন ট্রিটি — চাঁদ ও অন্যান্য মহাজাগতিক বস্তুর ওপর মানুষের কার্যকলাপ নিয়ন্ত্রণ বিধি ।